আলেম সমাজে বিবাদ সৃষ্টি করায় গ্রেপ্তার মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2020

আলেম সমাজে বিবাদ সৃষ্টি করায় গ্রেপ্তার মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
সম্প্রতিক একটি মাহফিলে আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা হাফিজুর রহমান, ড. মিজানুর রহমান আযহারী, মাওলানা আামির হামজাগনদের উদ্দেশ্যে করে আক্রমনাত্বক মিথ্যা প্রভাকান্ড বলিয়া তাহাদেরকে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন, মাওলানা মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা।
তাহার বক্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ আলেম সমাজ ও তাওহীদি জনতার মধ্যে বিবাদ সৃষ্টি করিয়াছে।
সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড আশেকের পাড়ার মৃত মোঃ সিরাজুল ইসলামের ছেলে ও রসুলাবাদ  হযরত মহুরী মুল্লুক শাহ জামে মসজিদের খতিব
 গ্রেফতারকৃত জনৈক মাওলানা মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা (৪৮)।
সাতকানিয়া থানা সূত্রে জানান, গত ০৩/১২/২০১৯ খ্রিঃ তারিখে একটি ইসলামী মাহফিলে কয়েকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা হাফিজুর রহমান, ড. মিজানুর রহমান আযহারী, মাওলানা আামির হামজাগনদের উদ্দেশ্যে করে আক্রমনাত্বক মিথ্যা প্রভাকান্ড বলিয়া তাহাদেরকে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। তাহার বক্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ আলেম সমাজ ও তাওহীদি জনতার মধ্যে বিবাদ সৃষ্টি করিয়াছে।
এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-০৫, তাং-০৭/০১/২০২০ খ্রিঃ, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৮(২)/৩১(২) রুজু হয়।
সাতকানিয়ার মৌলাভীর দোকান এলাকায় দিবাগত রাত ১০টার অভিযান চালিয়া অভিযুক্ত মাওলানা মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা (৪৮) কে গ্রেপ্তার করেন। থানা সুত্র জানান, শীঘ্রই গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages