আগামী শনিবার ১ লাখ ২৬ হাজার ৩২৯ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে প্রস্তুত রসিক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2020

আগামী শনিবার ১ লাখ ২৬ হাজার ৩২৯ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে প্রস্তুত রসিক


রেখা  মনি, রংপুর:>>> 
আগামী শনিবার ১ লাখ ২৬ হাজার ৩২৯ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে প্রস্তুত রংপুর সিটি কর্পোরেশন। এজন্য প্রয়োজনীয় সুপাইভাইজার ও
স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টিম বাদ পড়া শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। বিষয়টি আজ বুধবার সকালে নগর ভবন হল রুমে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব মোঃ রাশিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ও শোয়ায়েব ইকবালসহ উর্ধতন কর্মকর্তারা । সংবাদ সম্মেলনে রসিক মেয়র বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল নগরীর ৩৩টি ওয়ার্ডের ২৯৫টি কেন্দ্রে খাওয়ানো হবে। এজন্য ৭৭ জন সুপারভাইজার ও ৬৩৪ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ২৮৩ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও অতিরিক্ত ৮টি ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন খাওয়ানোর প্রয়োজন নেই। ভিটামিন এ ক্যাপসুলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভরা পেটে শিশুকে ভিটামিন খাওয়াতে হবে। খালি পেটে ভিটামিন খেলে বমি ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুদের নিকটবর্তি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারেন। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সকলের সহয়োগিতা কামনা করেন রসিক মেয়র।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages