নড়াইলের পল্লীতে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায়-২ জনেক কুপিয়ে মেডিকেলে পাঠিয়েছে! - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2020

নড়াইলের পল্লীতে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায়-২ জনেক কুপিয়ে মেডিকেলে পাঠিয়েছে!


উজ্জ্বল রায়, নড়াইল:>>>
নড়াইলের পল্লীতে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ইয়াবা সেবনে বাঁধা দেয়ার অভিযোগে নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাবির বিশ্বাসসহ (৩৬) পুঠিমারী গ্রামের ইমামুল সিকদার (৩২) ও আতাউর শিকদারকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকসেবীরা।
নড়াগাতি থানার খাশিয়াল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে কাবির ও ইমামুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথা, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। 
এলাকাবাসী জানান, পুঠিমারী গ্রামের হৃদয় শেখ, ছমির শেখসহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসাসহ সেবন করে আসছে। ওইগ্রামের (পুঠিমারী) আতাউর শিকদার মাদক সেবনে বাঁধা দেয়ায় হৃদয়, ছমির, খবির, জনি, চয়ন ও রাতুলসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার আতাউর শিকদারকে প্রথমে মারপিট করে। ঠেকাতে গেলে খাশিয়াল ইউপি সদস্য কাবির বিশ্বাস ও পুঠিমারীর ইমামুল সিকদারের ওপর হামলা চালায় তারা।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর বলেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াবা সেবনের প্রতিবাদ করায় এ মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুঠিমারী গ্রামের দুলাল মিয়ার ছেলে ফেরদৌসকে (২৫) গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages