চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০কার্টন সিগারেট জব্দ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 February 2020

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০কার্টন সিগারেট জব্দ


মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:>>>
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।n বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর
কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিগারেট, স্বর্ণ চোরাচালান, পাচার, রাজস্ব ফাঁকি বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে,তবে নিরাপত্তা জোরদার হলেও থামছে না এসব অপকর্ম।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages