বাঁশখালীতে নৌ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থিক সহয়তা প্রদান : আল্লামা আবদুল করিম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 1 March 2020

বাঁশখালীতে নৌ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থিক সহয়তা প্রদান : আল্লামা আবদুল করিম


মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে নৌ দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারের মাঝে অর্থিক সহয়তা প্রদান ও নিহতদের কবর জেয়ারত করতে আসেন কুতুব শরীফ দরবারের যুগ্ন পরিচালক শাহাজাদা আল্লামা আবদুল করিম আল-কুতুবী।

গত ১ ফেব্রুয়ারী কুতুবদিয়া হযরত শাহ আল্লামা আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর বার্ষিক ওরশ ও ফাতিহা শরীফ উপলক্ষে মাহফিলে যাওয়ার পথে পৃথক নৌ দুর্ঘটনায় নিহত হন বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাঘমারার মৃত রৌওশনুজ্জামানেন ছেলে মোহাম্মদ আক্কাছ (২৮) একই এলাকার আমান উল্লাহ এর ছেলে মোহাম্মদ মিনহাজ (৮), খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল জলিল (৫৫), একই ইউনিয়নের রায়ছটা গ্রামের আবদুল মালেক (৪৮), ডোংরা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে লেদু মিয়া (৬০), একই এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আরমান (১১)। 
বাঁশখালী বিভিন্ন এলাকায় নিহত ৬ জন জনের কবর স্থানে গিয়ে কবর জেয়ারত ও তাদের পরিবারের মাঝে নগদ অর্থিক সহয়তা প্রদান করেন, কুতুব শরীফ দরবারের যুগ্ন পরিচালক শাহাজাদা আল্লামা আবদুল করিম। এসময় উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবার-বাঁশখালী থানা কমিটির সভাপতি ও বাহারচড়া ইউপি সদস্য কাজী মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক জাকের আহমদ, মেম্বার ইসমাইল, সাংবাদিক ছৈয়দুল আলম, আলী আহমদ সহ থানা ও ইউনিয়নের কমিটির নেতৃত্ববৃন্দ প্রমুখ।

এসময় কুতুব শরীফ দরবারের যুগ্ন পরিচালক শাহাজাদা আল্লামা আবদুল করিম বলেন, নবীজির মাহফিল ও আল্লাহার অলির বরবারে ও যাওয়ার পথে যারা নিহত হয়েছেন, তারা সবাই শহীদ হয়েছেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages