যশোরের শার্শা সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 March 2020

যশোরের শার্শা সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


জাহিরুল মিলন, যশোর:
যশোরের শার্শা সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজাসহ হাফিজুর রহমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
শুক্রবার (৬ মার্চ) ভোরে সীমান্তবর্তী শুড়া পালপাড়া গ্রাম থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্প সদস্যরা। আটক হাফিজুর রহমান যশোর কোতোয়ালী থানাধীন চাঁচড়া হঠাৎ পাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারত থেকে গাঁজার একটি চালান এনে পাচারকারীরা সীমান্তবর্তী শুড়া পাল গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় ১৫ কেজি গাঁজাসহ হাফিজুর রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) জমির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages