মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
বাঁশখালীর প্রধান সড়কে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন বাঁশখালী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানার কর্মরত এস.আই দীপক কুমার সিংহ, সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ নিয়ে গঠিত অভিযান দলটি গতকাল (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিণ পুঁইছড়ি গ্রামের ফুঁটখালী ব্রীজ এলাকায় অভিযান কালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই নারীকে গ্রেপ্তর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী গ্রামের মোহাম্মদ হাছানের স্ত্রী আমেনা খাতুন (২৪) এবং কক্সবাজার সদরের সমিতি পাড়ার মৃত মোজাহের মিয়া ও ছেনোয়ারা বেগমের কন্যা আছমা প্রকাশ সুমি (২২)।
বাঁশখালী থানার মামলা নং-১৩ তারিখ- ০৯/০৩/২০২০খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment