স্ত্রীর পরকীয় যৌনসম্পর্ক দেখে ফেলায় স্বামীকে শ্বাসরোধে হত্যা সিলেটে! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 10 March 2020

স্ত্রীর পরকীয় যৌনসম্পর্ক দেখে ফেলায় স্বামীকে শ্বাসরোধে হত্যা সিলেটে!


একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট:
সিলেটের ওসমানীনগরে জেলে সতিন্দ্র হত্যা কাণ্ডের ক্লু উদঘাটন করেছে পুলিশ। স্ত্রী সন্ধ্যা রানী দাসের প্রেমিকদের সঙ্গে যৌনসম্পর্ক দেখে ফেলা ও তা মেনে নিতে না পারায় পরিকল্পিত খুনের শিকার হন সতিন্দ্র।<:একুশে মিডিয়া:>
তার স্ত্রী সন্ধ্যা রানী দাসের প্রেমিকরা সতিন্দ্রকে শ্বাসরোধ করে হত্যার পর শরীরে পাথর বেঁধে নদীর জলে হতভাগ্য জেলে সতিন্দ্রর লাশ গুম করে।<:একুশে মিডিয়া:>
পুলিশের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কথা জানায় নিহতের স্ত্রী সন্ধ্যা রানী দাস, সন্ধ্যা রানীর কথিত যৌন সঙ্গী উপজেলার কারিকোনা গ্রামের অতুল দাসের ছেলে স্বপন দাস ও একই ইউপির মোবারকপুর গ্রামের সুশিল দাসের ছেলে গোপাল দাস।<:একুশে মিডিয়া:>
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা রতন লাল দেব জানান, আসামিরা পুলিশের নিকট হত্যাকাণ্ডের স্বীকারোক্তি প্রদান করে এবং ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানায়।<:একুশে মিডিয়া:>
এর আগে মঙ্গলবার ভোরে নিহত সতিন্দ্রের বড় ভাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুয়াজপুর ইউপির চকিয়া গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে রাকেশ দাস বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ওসমানীনগর থানায় (মামলা নং-০৪) দায়ের করেন।<:একুশে মিডিয়া:>
এ দিকে গত সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের নিকট হস্তান্তরের পর লাশের সৎকার করা হয়।<:একুশে মিডিয়া:>
উল্লেখ্য, গত ২ মার্চ রাত ১০টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুয়াজপুর ইউপির চকিয়া গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে সতিন্দ্র দাস তার শ্বশুরবাড়ি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির মোবারকপুরস্থ বাড়ি থেকে সহকর্মীদের সঙ্গে মাছ ধরতে বের হয়ে নিখোঁজ হয়।<:একুশে মিডিয়া:>
পর ৩ মার্চ নিহতের সম্পর্কীয় ভাগিনা নেপাল দাস বাদী হয়ে সতিন্দ্র নিখোঁজের ব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে।<:একুশে মিডিয়া:>
নিখোঁজের এক সপ্তাহ পর গত রোববার দুপুরে গলায় রশি দিয়ে পাথর বাঁধা সতিন্দ্রের লাশ উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর সেঁতুর পূর্ব পাশে সাদি খাল থেকে উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages