এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও সোয়াকাজী বাজারে ২২ মার্চ (রবিবার) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি অভিযান পরিচালনা করেছে স্থানীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে (মূল্য তালিকা প্রদর্শন না করায়, অতিরিক্ত দামে পেঁয়াজ ও চাউল বিক্রির অভিযোগে) ৮ প্রতিষ্ঠানকে ৮৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম কর্তৃক তদারকি অভিযান পরিচালনা করে একই অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম ও স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment