কুমিল্লায় পুলিশের অভিযানে ৩০ লক্ষ টাকার মূল্যের ইয়াবা সহ দুইজন আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 5 March 2020

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩০ লক্ষ টাকার মূল্যের ইয়াবা সহ দুইজন আটক



এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলীর করুনাপুর এলাকায় এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ছত্রখীল ফাঁড়ি পুলিশ।
পুলিশি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহিন কাদিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহিন কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে গাবতলী এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির (৫০) ও মৃত বাদশা মিয়ার ছেলে রাব্বীকে (২১) আটক করে।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।পরে তাদের তথ্য অনুযায়ী বাড়ির পাশে খড়ের গাদার ভেতর থেকে আরো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।পুলিশ জানায়, আটক আসামী জালাল উদ্দিনের ছেলে মনির (৫০) একজন ফার্নিচার ব্যবসায়ী এবং ব্যবসার আড়ালেই ইয়াবার চালান পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলছলো।
তবে ইয়াবা পাচারের আগেই তাদেরকে আটক করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages