সৌদি আরব থেকেও অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন চৌদ্দগ্রামের সেলিম রেজা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 13 April 2020

সৌদি আরব থেকেও অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন চৌদ্দগ্রামের সেলিম রেজা



এম এ হাসান, কুমিল্লা:
চলমান করোনা মহামারিতে যখন সারা পৃথিবী জুড়ে বয়ে যাচ্ছে নিস্তব্ধতা!থমকে গেছে জনসাধারণের যাপিত জীবন।লকডাউনে পড়ে চরম কষ্টে আছে অসহায় লক্ষ লক্ষ পরিবার।
চুপচাপ রয়েছেন সমাজের বৃত্তশালীরা।ঠিক তখনই এসে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। হাঁ বলতেছিলাম চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন এর সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম রেজার কথা।
চলমান মহামারিতে সূদুর প্রবাসে থেকেও  নিজ এলকার অসহায় দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়ালেন তিনি।
উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রেজার ব্যক্তিগত তহবিল থেকে উনার নির্দেশনা অনুযায়ী দেশে থাকা উনার  পরিবারের সদস্যরা  বিভিন্ন গ্রামের হত দরিদ্র অসহায় ১১০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,তৈল, ডাল, আলু, পেয়াজ, লবন।এসকল সামগ্রী মানুষদের ঘরে ঘরে কোন ফটোসেশন ছাড়াই বিতরণ করেন।
আমাদের প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে সেলিম রেজা জানায় নিজের সামর্থ্য অনুযায়ী এই মহামারী তে নিজের সমাজের আশে পাশে থাকা অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানো টা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে ই পড়ে,কেননা উপর ওয়ালার নিকট নিশ্চিয়ই হিসেব দিতে হবে সামর্থ্য থাকা স্বত্তেও যদি এসময় পাশে এসে না দাঁড়াই দুঃস্থ নিম্নমানের খেটে-খাওয়া পরিবারের পাশে।আর তাই আল্লাহ পাকের দরবারে  শুকরিয়া আদায় করার লক্ষ্যে নিজের এলকার মানুষের এমন চরম দুঃসময়ে পাশে এসে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
পাশাপাশি শুধু সরকারের দিকে না তাকিয়ে প্রত্যেক বৃত্তবান দের চলমান করোনা মহামারিতে এগিয়ে আসা দরকার নিজের ই সমাজের আশে পাশের গ্রামের অসহায় পরিবারের পাশে।হাঁ আমরাও এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সাথে একমত পোষণ করে সমাজে চুপচাপ থাকা বৃত্তবান দের ঘুমন্ত বিবেক জেগে উঠার প্রত্যাশা করছি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages