![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
হাসনাইন আহমেদ হাওলাদার:
বর্তমানের ভয়াল মরণব্যাধি মহামারী 'করোনা ভাইরাস' প্রতিরোধে সকলকে নিরাপদে ঘরে থেকে আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা- আবুল কালাম আজাদ হাওলাদার।
তিনি বলেন, এই দূর্যোগে পাঁচ ওয়াক্ত নামাজ শেষে পাঠ করুন-
১। সূরা ফাতেহা
২। সূরা ইখলাস
৩। সূরা নাস
৪। সূরা ফালাক
৫। দূরুদ শরীফ এবং
৬। আয়াতুল কুরসী
এবং সম্ভব হলে শেষ রাতে তাহাজ্জুত নামাজ আদায় করুন।
সূরাগুলোর অর্থ বুজতে ও জানতে বাংলা অর্থ পড়তে পারেন। সবকিছুর সমাধান আছে পবিত্র কোরআন শরীফে। আল্লাহ সবকিছুর সমাধানকারী ও সর্বময় ক্ষমতার অধিকারী। তাকে বেশী বেশী ডাকুন। তিনিই আমাদের হেফাজত করবেন ইনশাল্লাহ।
সকলের সুস্বাস্হ ও দীর্ঘায়ু কামনা করছি।
আবুল কালাম আজাদ হাওলাদার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment