মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
সারা বিশ্বে মহামারী রূপ ধারন করেছে করোনা ভাইরাস। মৃত্যুবরণ করছেন বিশ্বের হাজার হাজার মানুষ। করোনা আক্রান্ত রোধে চিকিৎসকেরা দিয়েছ দূরত্ব বজায় রাখাসহ নানা পরামর্শ।
কিন্তু এসব পরামর্শ কর্ণপাতই করছেন না ঢাকার দোহারের মৈনট মাছের আড়তের সদস্যরা। সূর্য্য উদয় থেকে অর্ধবেলা পর্যন্ত চলে প্রায় হাজার লোকের ক্রয়-বিক্রয়। শুক্রবার সকালে, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের মিনি কক্সবাজার খ্যাত পদ্মার পাড়ে প্রতিদিনের মত জমে উঠেছে মাছের আড়ৎ।
প্রায় হাজার লোকের সরগরমে চলছে মাছ ক্রয় ও বিক্রয়। লোকের সরগরম সরকারের নিষেধাজ্ঞা থাকলেও কোনো লোকই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে না। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। শুধু তাই নয় অনেক বিদেশ ফেরত ব্যক্তিরাও মাছ কিনতে ভীড় জমািয়েছে এখানে।
এমন ভাবে চলতে থাকলে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পরবে দোহারের পাড়া বা মহল্লায়।
স্থানীয়রা বলেন, আমাদের নিরাপত্তার জন্য হলেও মৈনট মাছঘাটের মাছের আড়ৎ বন্ধ করা দরকার। অতি দ্রুতই মৈনট মাছেরর আড়ৎ নিয়ম-নীতির মধ্যে আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment