মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
করোনা (কোভিট-১৯) মহামারি ভাইরাস দিন দিন ভয়াবহ আকারে ধারণ করছে, ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ, বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র আয়ের উৎসও। সে সাথে বেড়েই চলেছে অসহায়ত্ব। এমন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাবাজার হক কমিটি শাখা।
শুক্রবার (১০ই এপ্রিল) রাহবারে আলম, মুজাদ্দেদে জামান সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (কঃ) (মওলা হুজুর মাইজভাণ্ডারী (কঃ)'র) নির্দেশনাক্রমে 'মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বাংলাবাজার প্রস্তাবিত শাখা ফটিকছড়ি পৌরসভার' উদ্যোগে ফটিকছড়ি পৌরসভার ১নং ও ২ নং ওয়ার্ডের বাংলাবাজার হক কমিটি আওতাধীন এড়িয়ার মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী (চাল,ডাল,আলু,তেল,সাবান ও পিয়াজ) বিতরণ করা হয়েছে।
উপস্থিত, আবু তাহের, রহিম বাদশা,মির হোসেন, সাহেদুল ইসলাম, নুরুল বশর, সেলিম উল্লাহ, পাশা, সজিব ও ইয়াছিন আরফাত'র নেতৃত্ব ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment