![]() |
শফিউল আলম, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন শাপলাপুর ইউনিয়নের এবং একজন বড়মহেশখালী ইউনিয়নের। তিন জনের মধ্যে শাপলাপুরের দুইজন পুরুষ এবং বড়মহেশখালীর জন নারী।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য মতে, শাপলাপুরের আক্রান্ত দুইজনের মধ্যে একজন হলেন মুকবেকী এলাকার আবু হানিফ (১৭) এবং অপর জন হলেন ৫নং ওয়ার্ড মুরংঘোনা এলাকার রায়হান (২৪) । বড়মহেশখালী আক্রান্ত নারী হলেন মিয়াজিপাড়ার বাসিন্দা হালিমা খাতুন (২৫)।
মহেশখালীতে একদিনেই তিনজন করোনা সনাক্তের পর পুরো উপজেলা জুড়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। করোনা সনাক্ত হওয়ার পর প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে গেছে।
উল্লেখ্য, কক্সবাজারে আজ রোববার একদিনেই চারজনের করোনা সনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে প্রতিদিন নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হচ্ছে। রোববার ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। কক্সবাজারের প্রথম আ্ক্রান্ত খুটাখালী মুসলিাম খাতুন (৭০)সহ কক্সবাজারে মোট পাঁচজন করোনায় আক্রান্ত সনাক্ত হলো।
![]() |
মহেশখালী মানচিত্র |
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment