বাঁশখালীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা থানায় অভিযোগ দায়ের - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 18 April 2020

বাঁশখালীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা থানায় অভিযোগ দায়ের


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর পূর্ববড়ঘো দরফ আলী সিকদার বাড়ী এলাকায় স্থানীয় মুদির দোকানদার মোহাম্মদ মোজাহার আহমেদর দোকানে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে।
বাঁশখালী থানায় অভিযোগ সুত্রে জানা যায়,  শুক্রবার (১৭) এপ্রিল সকালে প্রতিদিনের মত দোকান খোলে বসছিলেন ব্যবসায়ী মোজাহের আহম্মদ এমন সময় হঠাৎ করে,সামসুল আলম( সমসু), কবির আহম্মেদ সহ আর ৮/১০ জন সন্ত্রাসী একতৃত হইয়া অস্ত্র সস্ত লইয়া  ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে   সে টাকাদিতে অপারগতা প্রকাশ করিলে তারা সাথ সাথে  ব্যবসায়ীর উপর হামলা চালায় এবং ক্যশে থাকা ১ লক্ষ৫০ হাজার টাকা নিয়েযায়।
আহত মোজাহের আহম্সমদ (৪২) বাঁশখালী হাসপাতালে চিকিসানিয়েছে।তারা ব্যবসায়ীকে  ন্ধায়  দেখলে  প্রাণে মেরেফেলার হুমকি দেয়। 
এব্যাপারে সমসুল আলম সহ ৬ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে  এস আই আরিফুল ইসলাম একুশে মিডিয়াকে বলেন, অভিযোগপেয়েছি তদন্তকরে ব্যবস্তা নেওয়া হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages