পেকুয়ায় সাংবাদিক গিয়াস উদ্দিনের উপর হামলার ঘটনায় নিন্দা: রিপোর্টার্স ইউনিটি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 29 May 2020

পেকুয়ায় সাংবাদিক গিয়াস উদ্দিনের উপর হামলার ঘটনায় নিন্দা: রিপোর্টার্স ইউনিটি

একুশে মিডিয়া, রিপোর্ট:
পেকুয়ায় কর্মরত সংবাদকর্মী মুহাম্মদ গিয়াস উদ্দিনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার নেতৃবৃন্দরা।
শুক্রবার সন্ধ্যায় এ সংগঠনের সভাপতি মোঃ ফারুক ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তরা সংবাদকর্মী গিয়াস উদ্দিনের উপর হামলা চালায়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতারা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নয়তো প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে পেশাদার সাংবাদিকদের সংগঠন 'রিপোর্টার্স ইউনিটি পেকুয়া'। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages