একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল রাতে একুশে মিডিয়া’র সাংবাদিক রুবেলের ব্যাক্তিগত বাইক কিছু অজ্ঞাত দুবৃত্ত এলোপাথাড়ি পিটিয়ে ভাংচুর করেছে। এ বিষয়ে ক্ষতিপূরণ ও নিরাপত্তাজনিত শঙ্কায় থানায় জিডি করা হয়েছে।
জানা যায়, গত ২৯মে রাত ১০ ঘটিকার সময় উপজেলার বসুরহাট পৌরসভার ভূমি অফিস সংলগ্ন স্থানে গাড়ি (পালসার ১৫০সিসি) রেখে তার ফুফাত ভাই একরাম উদ্দীনের বাসায় যান। সেখানে তিনি প্রায় ঘন্টাখানেক অবস্থান করেছিলেন। এর মাঝে যেকোন সময় দুবৃত্তরা গাড়িটি এলোপাথাড়ি পিটিয়ে ব্যাপক ভাংচুর করে নিদিষ্ট স্থান থেকে ৫/৭ হাত দুরে নিয়ে তারকাঁটার বেড়ার মধ্যে উল্টিয়ে ফেলে যায়! পরে কেউ একজন যাওয়ার সময় ভাঙ্গা গাড়ির এ অবস্থায় ফেলে যাওয়া দেখে থানায় খবর দেয়। প্রথমে মারাত্বক এক্সিডেন্ট মনে করা হলেও যেখানে গাড়ি রাখা ছিলো সেখানে কোন গাড়ি ডুকে এক্সিডেন্ট হওয়ার সম্ভবনাই নেই।

গাড়ির বিভিন্ন স্থানে ভারি বস্তুর অাঘাতে ভাংচুরের চিহৃ অাছে। কিন্তু তার চাইতেও অাশঙ্কার বিষয় নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। ঘটনা কে ঘটাতে পারে সে বিষয়ে সঠিক অনুমান করা যাচ্ছেনা, কারণ কারো সাথে ব্যক্তিগত তেমন কোন বিরোধ নেই এমনকি রাজনৈতিকভাবে তিনি বর্তমান ক্ষমতাসীন অাওয়ামীলীগের সমর্থক এবং অাওয়ামী পরিবারের সদস্য হলেও রাজনীতি নিয়ে কারো সাথে কোন বিরোধে অাগ্রহী নয়! যেহেতু তিনি সাংবাদিকতা ছাড়াও স্থানীয় মাকসুদাহ্ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করে অাসছেন। তাই নিজেও কারো সাথে বিবাধে জড়াতে অাগ্রহী নন। তবে যেহেতু শিক্ষকতা পেশায় অাছেন সেহেতু স্টুডেন্টদের কেউ ইভটিজিংয়ের শিকার হলে সে ব্যাপারে বখাটেদের সাথে একাধিকবার বাকবিতন্ডায় জড়াতে হয়েছে!
এসব বিষয়ে অনেকে সম্মানের ভয়ে নিশ্চুপ থাকলেও তিনি তাদেরকে অনেকবারই বাধা দিয়েছেন। কিছুদিন অাগেও স্থানীয় বাগান বাড়িতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষাথীদের সাথে বখাটেদের ইভটিজিংয়ের খবর পেয়ে ছুটে গিয়ে সেখানেও তাদের সাথে বাকবিতন্ডা হয়। যেহেতু তিনি শিক্ষকতা ছাড়াও সাংবাদিকতা এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ করেন তাই হয়তো অনেকে ব্যক্তিগত অাক্রোশ থাকলেও সচরাচর প্রতিশোধ না নিয়ে বিভিন্ন কৌশলে ক্ষতি ও ফাঁসানোর চেষ্টা করছেন! ওনার বড় ভাইও বর্তমানে র্যাবের ডিপুটি এসিসটেন্ট পোস্টে কর্মরত অাছেন।
কিন্তু তারা হয়তো অাবারো পরিকল্পিতভাবে অাক্রমন করার কিংবা ষড়যন্ত্র করে ফাঁসানোর সম্ভাবনা রয়েছে, তাই এমন পরিস্থিতিতে নিজের যেকোন ধরনের ক্ষতির অাশঙ্কায় কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে, যাহার জিডি নং-১১২৭। তিনি বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজে কাজ করছেন, একুশে মিডিয়া ছাড়াও নোয়াখালী মেইল, অাজকের যোগাযোগ, বাংলাদেশ অালো, দৈনিক ডেসটিনি, সংবাদ সমাচার, একাত্তর বাতা, বাংলাদেশ ট্রিবিউন, বিডি টাইমস্ সহ বিভিন্ন নিউজ পোর্টালে প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাই এ বিষয়ে তিনি উপজেলার গনমানুষের অাস্থার ঠিকানা বসুরহাট পৌরমেয়র অাবদুল কাদের মির্জার হস্তক্ষেপ কামনা ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের অাশাবাদ ব্যক্ত করেন।
একুশে মিডিয়া
No comments:
Post a Comment