একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে সুরমা খাতুন (১২) নামে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মূত্যু । আজ বৃহস্পতিবার ২৮মে বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরমা খাতুন লক্ষিপুর গ্রামের পলিপাড়ার ছকু শেখের মেয়ে ও ইদিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাব্বী আব্দুল্লা রিয়ন জানান, ‘বাড়ীর পাশে মাঠে বেঁধে রাখা ছিল তাদের একটি গরু। বিকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ওই গরুটিকে বাড়ি আনতে মাঠে যায় সুরমা। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মর্মান্তিকভাবে প্রাণ হারায়।
সুরমার মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও লক্ষিপুর এলাকাসহ বিদ্যালয়ের সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment