শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দু’জন। গেলো ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার ও সকালে সিডষ্টোর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনার সময় শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পিছনের দিকে ধাক্কা দিলে পিকআপে থাকা পোষাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক মহিলা নিহত হন।
ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকে (৪৮)ও মৃত ঘোষণা করেন। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫ )ও বৃষ্টি আক্তারকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, সকালে মহাসড়কে উপজেলার সিডষ্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ঢাকাগামী লোভেটগাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই মারা যান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment