আমতলীতে করোনা আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 July 2020

আমতলীতে করোনা আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

একুশে মিডিয়া, রিপোর্ট:

বরগুনার আমতলী উপজেলা আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার একেএম নুরুল হক তালুকদার (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন’।
জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার গত ২৪ জুন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে ওই দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়।’
বৃহস্পতিবার তার নমুনা আমতলী স্বাস্থ্যবিভাগ সংগ্রহ করে ঢাকার আইইসিডিআরে পাঠিয়ে দেয়।ওই দিন রাতে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নেয়া হয়। ২৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদন আসে তিনি করোনায় আক্রান্ত’।
আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার সকালে মৃত্যুবরণ করেন।আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে চেয়ারম্যানের মরদেহ দাফনের সব প্রস্তুতি নেয়া হয়েছে।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চেয়ারম্যানের মরদেহ দাফন করা হবে’।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages