বুড়িরহাটে ভুট্টার ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 July 2020

বুড়িরহাটে ভুট্টার ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেখা মনি, রংপুর:
রংপুরের বুড়িরহাট এলাকা থেকে ভুট্টার বস্তায় মিলল ৪০ বোতল ফেনসিডিল।ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।

ব্যবসায়ীরা স্বীকার করে বলেন বিভিন্ন অভিনব কায়দায় ভুট্টা ও বাদামের বস্তার ভেতরেও তারা পাচার করে ফেনসিডিলের বোতল।
পুলিশ জানিয়েছেন প্রায় ৫০ হাজার টাকার মূল্যের ৪০ বোতল ফেনসিডিল।
পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম  প্রসাদ পাঠক জানিয়েছেন,রাত আটটার দিকে ভ্যানে করে ভুট্টার বস্তার ভিতরে ফেনসিডিল নিয়ে দুই ব্যবসায়ী পাচার করার সময় বুড়িরহাটে এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশের এই অভিনব অভিযানে দুইজনকে আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন - বাবলু মিয়া ও মমিনুল ইসলাম। রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ মহানগরীর বুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে আরও এর সাথে কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ বলছেন এর সাথে আরো বড় কোনো চক্র আছে কিনা তাও তদন্ত উঠে আসবে। এ বিষয়টি নিয়েই মেট্রোপলিটন ডিবি পুলিশ তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা  চালিয়ে যাচ্ছে বলে জানান ।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages