লেখক-নাজনীন চৌধুরী:
ঝড় জলে চারিদিকে
সপাৎসপাৎ
পা বাড়ালেই
অজগর আসে ধেয়ে টেনে ধরে
চুলের মুঠি
হিড়হিড় করে টেনে নেয় আবডালে
গিলতে থাকে গোগ্রাসে!!
দ্বৈরথ পেরুতে গেলে খামচে ধরে,
বুকের গভীরে জমে থাকা যতো ক্লেদ উগরে দেয় নাভীর তলদেশে
পাকস্থলীতে চির ধরেছে আগুনের হলকা ছুঁড়ে চোখে মুখে ;
কোমরের কাপড় এখন আর হেঁচকা টানে খুলতে হয়না,
একাই খুলে পরে মাটিতে
চিমসে ধরা গন্ধ বুকে নাক ডোবায় না কোন নাগর
শরীরের জমানো চিকনাই ও জমেছে তলানিতে!!
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment