আল আমিন মুন্সী:
নরসিংদী জেলার শিবপুর উপজেলার মডেল থানা এলাকায় জেলা ডিবি পুলিশের অভিযানে চৈতন্য বাসস্ট্যান্ড সাকনিস্থ বন্ধু মোটর এর সামনে হতে নরসিংদী জেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক ওরফে শিব ফারুক (৪২) ও মোঃ মেহেদী হাসান (২৫) এবং সেলিম গাঁজী (৩০) কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন জেলা ডিবি পুলিশ।
রোববার ১৩ সেপ্টম্বর ১২ঃ৩০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয় আর এই অভিযানে অংশগ্রহন করেন ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ সদস্যরা, প্রথম আসামী মির্জানগর এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে, ২য় আসামী আদিয়াবাদ পূর্বপাড়া এলাকার মোঃ ইদ্রিস আলী এর ছেলে, এই দুই আসামীর এলাকা রায়পুরা উপজেলা তৃত্বীয় আসামী শিবপুর থানার আজকিতলা এলাকার চাঁন মিয়ার ছেলে।
এ বিষয় ডিবি পুলিশ জানায়, এই তিন মাদক ব্যবসায়ী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের কারনে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেও কে আমরা আটক করি আসামীর কাছ থেকে উদ্বারকৃত মাদকদ্রব্যেও মূল্য ৩,০০,০০০ টাকা গ্রেফতারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে ইতোপুর্বে ৬টা মাদক মামলা ও আসামী সেলিমের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টা মাদক মামলা আছে, এ সংক্রান্তে শবিপুর মডলে থানায় নয়িমতি মামলা রুজু হয়ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment