নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি:
"মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার" এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর আয়োজনে বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কার এর কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সমসুজ্জামান এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি জানান, অক্টোবর মাস গ্রমীন সড়ক রক্ষনাবেক্ষণের মাস। তাই এই মাসে আটোয়ারী উপজেলার সকল রাস্তা সংস্কার করা হবে। আর সে কারনেই আজ ১ অক্টোবর এর উদ্বোধন করে একমাস এ কার্যক্রম অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment