মহেশখালী'র মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ ও আহত ৮ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 22 January 2021

মহেশখালী'র মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ ও আহত ৮

শফিউল আলম মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজার জেলার  মহেশখালী উপজেলা' মাতারবাড়ী ইউনিয়ননে নতুন বাজার মাঠে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন

নিহতরা হলেন ৫নং ওয়ার্ড মিয়াজির পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র এহসান (১২) ৫নং ওয়ার্ড বলির পাড়ার আজিজুর রহমানের পুত্র এরশাদুর রহমান (১০) আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন /১০ জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা লাশ উদ্ধারের কাজ শুরু করে

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলেন-মহেশখালী উপজেলার মাতারবাড়ী বলির পাড়া আজিজুল হকের ছেলে এরশাদ (১০), একই এলাকার রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মো. নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪), পশ্চিম সিকদার পাড়া বদনের ছেলে জয়নাল (১২), সিকদার পাড়ার জসিমের ছেলে শেকাব উদ্দীন (১৫), শাপলাপুর ষাইটমারার নুরুল হকের ছেলে আক্কাস (১৮) কসমেটিকের শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের ছেলে নুরী (১৫)

জানা যায়, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় চলছে দিনব্যাপী বার্ষিক সভা শেষ দিন ছিল শুক্রবার সভায় মালামাল বিক্রির জন্য ব্যবসায়ীদের মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থান করে দেয়া হয় এতে দূর-দূরান্ত থেকে আসা বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় এই ঘটনায় এক কিশোর ঘটনাস্থলে মারা যায় তবে আরও দুজন মৃত্যু হয়েছে বলে শোনা গেলেও বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি কেউ

 গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক শিশু যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যায় মাতারবাড়ীতে বেলুনের গ্যাস বিষ্ফোরণের স্পট পরিদর্শনে,এএসপি মহেশখালী সার্কেল জাহেদুল ইসলাম বলেন, এমন ঘটনায় আমি নিজে মর্মাহত নিহত আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে 

বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উল্লাহ বলেন,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনায় হতাহত হয়েছে এবং আমি আমার ব্যাক্তিগত পক্ষ নিহত,আহত দের দশ হাজার টাকা করে সহয়তা প্রদান করব 

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages