ঢাকা জেলার সাভার উপজেলায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির কে গুলি করে হত্যার প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) ও বার্তা বাজার পরিবারের উদ্যোগে আশুলিয়া, সাভার ও ধামরাই এ কর্মরত সকল মূলধারার সাংবাদিকদের নিয়ে সাভার প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বোরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন মুজ্জাকির।
সাংবাদিক বোরহান হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে আশুলিয়া, সাভার এলাকার কর্মরত সাংবাদিকগনলণ। সেই সাথে আর কোনো সাংবাদিক যেন এমন ঘটনার শিকার না হয় তার জন্য সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
উল্লেখ্য-গত শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে বাদলের অনুসারীদের সঙ্গে কাদের মির্জার অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষকারীদের গুলিতে গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয় মুজাক্কির। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হলে সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment