মঙ্গলবার ঢাকায় বিএনপির সমাবেশ স্থগিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 15 March 2021

মঙ্গলবার ঢাকায় বিএনপির সমাবেশ স্থগিত

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

ঢাকায় দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের আকস্মিক অসুস্থতা এবং সমাবেশ অনুষ্ঠানে পুলিশি বাধা সৃষ্টির কারণে মঙ্গলবারের পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি স্থগিত করেন

মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বর্তমান নির্বাচন কমিশন যে অযোগ্যতা, অনিয়ম, অব্যবস্থা দেখিয়েছে এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নির্বাচনগুলো একেবারে অর্থহীন হয়ে গেছে তার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার আমাদের ঢাকা দক্ষিণে নির্ধারিত সমাবেশ ছিলো দুঃখজনক হলেও সেই সমাবেশে পুলিশ বাধা সৃষ্টি করছে

একই সঙ্গে আমাদের মেয়র প্রার্থী ইশরাক হোসেন সাহেব অসুস্থ হয়ে পড়েছেন তার অনেক বেশি জ্বর বেড়েছে তিনি খুব অসুস্থ সেজন্য আমরা এই সমাবেশ স্থগিত ঘোষণা করছি আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন

বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ- ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই

মহানগরীর বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা সর্বশেষ ঢাকা উত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়

ঢাকা উত্তর, দক্ষিণ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি নির্বাচন কমিশনের অযোগ্য ব্যর্থতার প্রতিবাদে এসব সমাবেশ হয়

এসব সমাবেশে মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালের মজিবুর রহমান সারোয়ার, খুলনার নজরুল ইসলাম মনজু, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রামে শাহাদাত হোসেন, ঢাকা উত্তরে তাবিথ আউয়াল দক্ষিণে ইশরাক হোসেন অংশ নেন

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages