অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। বুধবার ভোরে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর মাঠে থেকে মাটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। বুধবার দুপুরে ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, শরিয়তপুরের চাঁন মিয়া (৫২), ঢাকা তাঁতি বাজারের অসিত ঘোষ (৪৯), মুন্সিগঞ্জের সৌমিক আহম্মেদ (১৯), মোঃ মাইনুল ইসলাম (২৩), যশোরের মোঃ তরিকুল (১৯), শরিয়তপুরের মোছাঃ জাহানারা বেগম (৫৪), ঝিনাইদহের কালীগঞ্জের সাতগাছিয়া গ্রামের জুহুরা বেগম (৩৪, যশোর মনিরামপুরের মোছাঃ সালমা (২১), একই উপজেলার মোছাঃ মনজিনা (৩২) ও চট্রগ্রামের হাটহাজারীর মোছাঃ কহিনুর(২২)।
এদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment