নারী ও শিশু ধর্ষণ মামলায় বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 May 2021

নারী ও শিশু ধর্ষণ মামলায় বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

ছবি: সংগ্রহিত
নারী শিশু র্ধষণ মামলায় বাঁশখালী র্শীষ সন্ত্রাসী কয়েক ডজন মামলার আসামী মোঃ সেলিম (৪৫) অবশেষে নিজ বাড়ী বৈলছড়ী ঘোনা পাড়া থেকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ পুলিশ মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামী চন্দনাইশ জাফরাবাদ বৈলতলী মুহুরী বাড়ী/ সাইম্যার বাড়ী এলাকার বশির আহমদের পুত্র নজরুল ইসলাম(৪০)  বর্তমান ঠিকানা বাকলিয়া থানার আবদুস ছোবহান রোড়,আহমদ বাড়ীতে ভাড়া থাকতেন তার ভাড়া বাসায় ভিকটিম জুলেখা বেগম - বছর পূর্বে মাসিক বেতনে কাজের বুয়া হিসেবে কাজ করতেন সেই সুবাদে ভিকটিমের সাথে আসামী পরিচয়

ভিকটিমের স্বামী কক্সবাজার জেলায় টমটম চালক স্বামীর সহিত ভিকটিমের সর্ম্পক স্বাভাবিক না থাকায় আসামী ভিকটিমের প্রায় সময় খবরা খবর নিতেন এক পর্যায়ে একে অপরকে বোন-ভাই হিসেবে ডাকতেন প্রায় সাহায্য সহযোগীতা করতেন এবং দেখা করিতে বলিতেন উক্ত সর্ম্পকের জের ধরে গত ২৭ র্মাচ ভিকটিমের সহিত আসামীর দেখা হয় এবং আসামীর স্ত্রী সহ দাওয়াতে যাওয়ার প্রস্তাব দেন পরক্ষনে পুরানো সম্পর্কের কারণে ভিকটিম রাজি হয়ে দাওয়াতে যাওয়ার আগ্রহ করে সিএনজি যোগে দু জনে দাওয়াতের উদ্দ্যোশে  বের হন

প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর আসামী গাড়ী থামিয়ে জন ব্যক্তির কাছ থেকে টি জুস নেন জুস খেয়ে গাড়ীতে উঠার পর সে অজ্ঞান হয়ে পড়লে তাকে কোতোয়ালী থানার লালদিঘী পাড় এলাকার সিদ্দীক হোটেলে নিয়ে যায়  ভিকটিম জুলেখা বেগম কে স্ত্রী পরিচয় দিয়ে চিকিৎসার অজুহাত দেখিয়ে রুম ভাড়া নেন সেখানে তাকে অজ্ঞান থাকা অবস্থায় জোর র্পূবক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে হোটেলে কিছুক্ষন অবস্থানের পর তার অবস্থা স্বাভাবিক হলে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে কান্নায় জড়িয়ে পড়ে

তার কান্না দেখে আসামী তাকে কান্নাকাটি করতে বারণ করে পরবর্তীতে আসামী তাকে ফেলে হোটেল থেকে পালিয়ে যায় পরে ভিকটিম হোটেল থেকে বের হয়ে কিছু দূর রাস্তা দিয়ে পায়ে হেটে আসার পথে তার অবস্থার অবনতি দেখে এক পথচারী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে পরবর্তীতে ভিকটিম স্্স্থু হয়ে কোতোয়ালী থানায় নিজে বাদী হয়ে জন কে সাক্ষী  মামলা দায়ের করে

উক্ত মামলা আসামী সাক্ষী হিসেবে দেওয়া মমতাজ গ্রেফতার হয় দিকে এই মামলায় আসামীর ১৬৪ ধারা জবানবন্দি প্রতিবেদনে দেখা যায়,আসামী নজরুল ইসলাম অজ্ঞাতনামা ২জনের সহয়তায় ভিকটিমকে প্রলোভন দেখিয়ে নেশা দ্রব্য সেবন করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ঘটনায় আসামী আদালতে দেওয়া জবানবন্দিতে তার প্রকৃত ঘটনা রহস্য বেরিয়ে আসে আসামী রুম ভাড়া নেওয়ার সময় মমতাজ উদ্দীন খোকন অপর সাক্ষী মোঃ সেলিম দুই জনই একে অপরের বন্ধু সেজে ভিকটিম জুলেখা বেগম কে নজরুল ইসলাম সেজে প্রকৃত নাম সেলিম স্ত্রী পরিচয় দেয় রুম ভাড়া নেন সেখানে তারা ভিটটিম জুলেকা বেগম কে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে

জবানবন্দি প্রতিবেদনে বলা হয় অপর সাক্ষী সহযোগী খোকন হোটেলে প্রবেশের সময় রেজিস্টার বইয়ে নিজ হাতে সেলিমের নাম টি গোপন করে তার স্থলে নজরুল ইসলাম পিতা বশির আহমদ লিখে দেন গ্রেফতারকৃত আসামী ১৬৪ ধারা জবানবন্দিতে বলেন,মামলার এজহার নামীয় আসামী ঘটনাস্থলে ছিলেন না

এজাহার নামীয় আসামী নজরুল ইসলাম পটিয়া উপজেলার সোনালী ব্যাংক মৌলভী বাজার শাখার ব্যবস্থাপক তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য মমতাজ  মোঃ সেলিম ভিকটিম জুলেকা বেগম কে হোটেল নিয়ে ধর্ষণ করে গ্রেফতারকৃত মমতাজ সেলিম একটা সংঘবদ্ধ মিথ্যা মামলা দায়েরকারী চক্র তাহারা টাকার বিনিময়ে নিরাপরাধ মানুষকে ফাঁসানোর জন্য পতিতাদের সাথে চুক্তি করে অপরাধ সংগঠিত করে

বিষয়ে কোতোয়ালী থানার মামলা দাখিলকারী কর্মকর্তা এস আই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, এই মামলায় প্রতারক চক্রের মূলহোতা সেলিম কে বাঁশখালী নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে

 

 

 

একুশে মিডিয়া/এসএমইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages