আনোয়ারা চাতরী চৌমুহনীতে সিএনজিকে ট্রাকের ধাক্কা, নিহত-১ আহত-৩ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 31 May 2021

আনোয়ারা চাতরী চৌমুহনীতে সিএনজিকে ট্রাকের ধাক্কা, নিহত-১ আহত-৩

একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট: 

সংগৃহিত সিএনজির ছবি
আনোয়ারায় সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এসময় আহত হয়েছেন আরও তিনজনআজ সোমবার (৩১ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম শহরমুখী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন চারজন। তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. দুলাল (৩০) মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।দুর্ঘটনায় আহতরা হলেন- মো. রিয়াদ (৩০), হুমায়ুন কবির (৩২), মো. আলী (৪৫)

নিহত দুলালের স্ত্রী শেলি আক্তার বলেন, ‘আমার স্বামী আগে আমার সঙ্গে কেইপিজেডে চাকরি করত। কিন্তু এখন তিনি টেইলার্সের কাজ করেন। চাকরির সুবিধার্থে চাতুরী চৌমুহনী এলাকায় ভাড়া বাসায় থাকতাম।  সোমবার ভোরে ব্যবসায়িক কাজে চাতুরী চৌমুহনীর বাসা থেকে আমার বড় ভাইসহ চট্টগ্রামের উদ্দেশে বের হয়েছিলেন আমার স্বামী। কিছুক্ষণ পর শুনি তারা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চট্টগ্রাম মেডিকেলে গিয়ে দেখি আমার স্বামী মারা গেছে আর বড় ভাইয়ের হাত-পা ভেঙে গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, চট্টগ্রাম শহরমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন চারজন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন  

 

সোমবার ৩১ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages