মোহাম্মদ ছৈয়দুল আলম:ছবি: সংগৃহিত
- কঠোর লকডাউনের প্রথম ধাপ ১-৭ জুলাই পর্যন্ত শেষ হয়েছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে দেশ ব্যাপী কঠোর লকডাউন বৃদ্ধি করে ১৪ জুলাই পর্যন্ত ঘোষনা করছেন সরকার। বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, যান চলাচল করা ও মাক্স পরিধান না করায় চট্টগ্রামের বাঁশখালী পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও ষ্টেশনে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১১৩ টি মামলা ও ৪৬ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
-
- জানা যায়, উপজেলার পুকুরিয়ার, সাধনপুর, কালীপুর, বৈলছড়ী, জলদী, উপজেলা সদর, শীলকূপ, চাম্বল, শেখেরখীল সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে লকডাউন আওতামুক্ত ব্যতীত প্রতিষ্ঠান খোলা রাখা, বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন যানবাহন চলাচল করা ও মাক্স পরির্ধান না করায় জরিমানা করায় জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত ভ্রাম্যমাণ আদালত।
-
- লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাঁশখালী উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় গঠিত মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আইনে বৃহস্পতিবার (১ জুলাই)৩৬টি মামলায় ১২১০০ টাকা, শুক্রবার (২ জুলাই) ২৫ টি মামলায় ১৩২০০ টাকা, শনিবার (৩ জুলাই) ১৫ টি মামলায় ৬০৫০ টাকা, রবিবার (৪ জুলাই) ১২ টি মামলায় ৩৬০০ টাকা, সোমবার (৫ জুলাই)৮ টি মামলায় ১৩০০ টাকা, মঙ্গলবার (৬ জুলাই)৮ টি মামলায় ৬১০০ টাকা ও বুধবার (৭ জুলাই) ৯ টি মামলায় ৪৬০০ টাকা। লকডাউনের প্রথম ৭ দিনে সর্বমোট ১১৩টি মামলায় ৪৬ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
-
- মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহারুল ইসলাম চৌধুরী। অভিযানে সহযোগী ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনচার সদস্য।
-
- এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, উপজেলা জুড়ে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় গঠিক মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার ৮ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment