নরসিংদীতে একঝাঁক ভীমরুলের কামড়ে পাঁচবছর বয়সী শিশুর মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 July 2021

নরসিংদীতে একঝাঁক ভীমরুলের কামড়ে পাঁচবছর বয়সী শিশুর মৃত্যু

আল আমিন  মুন্সী :

ছবি: সংগৃহিত

নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে একঝাঁক ভীমরুল সারা শরীরে কামড়ে দিলে সৌরভ নামের পাঁচবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী এলাকায় একদল শিশুর সঙ্গে লাটিম খেলার সময় এই দুর্ঘটনা ঘটে

নিহত সৌরভ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দারুণ বড়ভাগ গ্রামের মো. শাহেদের ছেলে। মো. শাহেদ ব্যাটারিচালিত অটোরিক্সা চালান।

তিনি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী গাবগাছ এলাকার মোশারফের বাড়িতে দুই সন্তান স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শিশুটির পরিবার স্থানীয়রা জানান, আজ বিকেল ৫টার দিকে টাউয়াদী এলাকার একটি রাস্তায় আরও একদল শিশুর সঙ্গে সৌরভ লাটিম খেলছিল।

তার ছুঁড়ে মারা লাটিম পার্শ্ববর্তী তোফাজ্জল মিয়ার বাড়ির ভেতরে চলে যায়। বাড়িটির ডুমরা গাছে ভিমরুলের চাক বাসা বেঁধেছিল। ওই লাটিম ফেরত আনতে সৌরভ বাড়িটির ভেতরে গেলে একঝাঁক ভীমরুল তাঁর সারা শরীরে কামড়ে দেয়। ওই অবস্থায় তাকে উদ্ধারের জন্য তার বড়ভাই রাসেল () সেখানে গেলে তাকেও বেশ কয়েকটি ভীমরুল কামড়ে দেয়।

পরে শিশুটির পরিবার স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় চিনিশপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড সদস্য মো. সুমন আহমেদ জানান, গাছে চাক বেঁধে থাকা একঝাঁক ভীমরুল শিশুটির সারা শরীরে কামড়ে দিলে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুর পরিবারের সদস্যরা তাঁর লাশ নিয়ে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দারুণ বড়ভাগ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আমীরুল হক জানান, ভীমরুলে কামড়ে দেওয়া পাঁচবছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া এই ঘটনায় আহত আরও এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে                         

 

বুধবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages