কুতুবদিয়ায় জোয়ারের পানিতে বিদ্যুৎ কেন্দ্রসহ গ্রাম প্লাবিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 25 July 2021

কুতুবদিয়ায় জোয়ারের পানিতে বিদ্যুৎ কেন্দ্রসহ গ্রাম প্লাবিত

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:

গভীর সমুদ্রে নিম্নচাপের প্রভাব পূর্ণিমার স্বাভাবিক জোয়ারের পানিতে সয়লাব কুতুবদিয়া উপজেলার বেশকিছু গ্রাম। পানিতে প্লাবিত হয়েছে আলী আকবর ডেইল ইউনিয়নের দর্শনীয় স্থান বায়ুবিদ্যুৎ কেন্দ্র, কাজিরপাড়া, তেলিপাড়া, হায়দারপাড়া, কিরণপাড়া এবং উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়াসহ বেশকিছু গ্রাম। এছাড়াও  ঘরবাড়িসহ রোপা আউশ, রাস্তাঘাট পুকুর সাগরের নোনা পানিতে সয়লাব হয়ে গেছে

স্থানীয়রা জানান, ৩নং সতর্ক সংকেতের প্রচার আছে। কারণে সাগর উত্তাল। তার ওপর পূর্ণিমার জোয়ার। পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে জোয়ারের পানি লোকালয়ে অনায়াসে প্রবেশ করছে। বিগত জোয়ারের সময় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ের সাথে মিশে যাওয়ায় এসব গ্রামগুলোতে জোয়ার-ভাটার এমন দৃশ্য নিয়মিত চোখে পড়ছে।  সময় দেখা গেছে, স্থানীয় মাছচাষিরা বড় জাল দিয়ে পুকুর ঘিরে রেখে মাছ রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। 

স্থানীয়রা বলেন, এলাকার কিছু দুষ্কতিকারী বেড়িবাঁধের ওপর দেয়া জিওব্যাগ কেটে ফেলায় সহজে সামুদ্রিক জেয়ারের পানি প্রবেশ করছে

কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী বলেন, কুতুবদিয়া দ্বীপের চারপাশে বর্তমান সরকারের সবচেয়ে বড় বরাদ্দে নির্মাণাধীন বেড়িবাঁধ নির্মাণ-সংস্কারকাজ ধীরগতির কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে দ্বীপের প্রায় দুই লাখ বাসিন্দা

খবর পেয়ে দূর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধূরী। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আজ রবিবার (২৫ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages