তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক- প্রধানমন্ত্রীর বাণী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 28 September 2022

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক- প্রধানমন্ত্রীর বাণী

একুশে মিডিয়া, রিপোর্ট:

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে : প্রধানমন্ত্রী

আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২দিবসটি উপলক্ষে বাণী প্রদান করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২-এর সার্বিক সাফল্য কামনা করে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস (বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি দেশেও) পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এটি সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি

আওয়ামী লীগ সরকার জনগণের তথ্যের অধিকারকে সম্মান দিয়ে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৯ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন-২০০৯ পাস করে এর আওতায় তথ্য কমিশন গঠন করে

এর ফলে জনগণ এবং গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে আমরা দেশে গণমাধ্যমের বিকাশ এবং অগ্রযাত্রায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছি

তথ্যের অবাধ প্রবাহকে আরও বেশি বিস্তৃত করতে আমরা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড সংসদ টেলিভিশনের পাশাপাশি ৪৫টি বেসরকারি টিভি চ্যানেল, ২৮টি এফএম বেতার কেন্দ্র ৩২টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি দিয়েছি

এতে করে তথ্য প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা সহজ হয়েছে সংসদ টেলিভিশন চালুর কারণে গণমানুষের কাছে সংসদের কার্যক্রম সরাসরি পৌঁছানো সহজ হয়েছে

তথ্য কমিশন সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করার চেষ্টা অব্যাহত রয়েছে

তথ্য থেকে বঞ্চিত জনগণের অভিযোগ আমলে নিয়ে নিয়মিত শুনানির মাধ্যমে তাদের তথ্য প্রাপ্তিকে নিশ্চিত করছে তথ্য কমিশন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ করার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে জনগণ যত তথ্য পাবে, তাদের জীবনমানের তত উন্নয়ন ঘটবে

আমি আশা করি, তথ্য অধিকার আইন বেশি বেশি ব্যবহারের মাধ্যমে মুক্ত সমাজ গঠন এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে গণতন্ত্র এবং সুশাসন আরও মজবুত হবে জাতির জনকের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরেকধাপ এগিয়ে যাবে আমার প্রত্যাশা, তথ্য কমিশন আমাদের সরকারের এই উদ্যোগকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages