একুশে মিডিয়া, রিপোর্ট:
"ফ্রিল্যান্সার মিট আপ ও ক্যারিয়ার গাইড লাইন ২০২৩" সফল ভাবে সম্পন্ন। ডি.টি ফ্রিল্যান্সার সোসাইটি এর উদ্যোগে চট্টগ্রামের এসিয়ান এস.আর হোটেল কনফারেন্স হলে সম্পন্ন হল আই.টি বিষয়ক স্পেশাল একটি ক্যারিয়ার গাইড লাইন সেমিনার। মঙ্গলবার (১০ জানুয়ারী)
সকাল ১০ টায় চট্টগ্রাম এশিয়ান এস.আর হোটেলে এস.এম পারভেজ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, হারবার আইটি ইন্সটিটিউট এর সম্মানিত এডমিন, অপু দাশ। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের সম্মানিত পাউন্ডার, হারবার আইটি এর পরিচালক ও নিউক্লিয়াস গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সত্যজিৎ চক্রবর্তী। ই-একুশে মিডিয়া
বিশেষ অতিথি ছিলেন, হারবার আইটি ইন্সটিটিউটের পরিচালক ও সাকসেস্, বিজ ফ্যামিলির চেয়ারম্যান রুবায়েতুল করিম। আলোচনায় তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বায়নের যুগে আই.টি'র গুরুত্ব ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সবার ইতিবাচক চিন্তার জন্য গুরুত্বারুপ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment