মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জে কম্বল চাওয়ায় হতদরিদ্র আবদুল কাদের নামে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করেছে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর ওয়ার্ড ইউপি সদস্য কাদের মেম্বার। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সমেষপুর তদার বাড়িতে এঘটনা ঘটে।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী বাড়ির লোকজন জানান, সোমবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবদুল মতিনসহ লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স তুলতে আসে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের। এসময় বাড়ির হতদরিদ্র পরিবারের মহিলারা সরকারের দেয়া কোন সুযোগ সুবিধা না পাওয়ার কথা মেম্বারকে জানিয়ে কম্বল চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে আবদুল কাদের মেম্বার। উপস্থিত মহিলাদের উপর হাত তুলতে না পেরে ক্ষিপ্ত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা হতদরিদ্র অসুস্থ কাদের (৭৫) কে মারধর করে আবদুল কাদের মেম্বার।
ভুক্তভোগী আবদুল কাদেরের স্ত্রী তাসলিমা বেগম বলেন, মেম্বারের সাথে আমাদের কোন ঝামেলা নেই। কাদের মেম্বারের কাছে বাড়ির লোকজন কম্বল চাইলে মেম্বার আমার স্বামীকে মারধর করেছে।
ভুক্তভোগী হতদরিদ্র অসুস্থ আবদুল কাদের বলেন, বাড়ীর মহিলারা মেম্বারের কাছে কম্বল চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে কাদের মেম্বার। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। মহিলাদের উপর হাত তুলতে না পেরে কাদের মেম্বার আমাকে মারধর
করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবদুল মতিনের কাছে জানতে চাইলে চাইলে তিনি বলেন, আমি এভাবে কোন কথা বলবোনা। চেয়ারম্যান, মেম্বার ও এলাকার লোকজন বসলে সেখানে সব বলবো।
অভিযুক্ত আবদুল কাদের মেম্বার মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা হোল্ডিং ট্যাক্সের টাকা তুলতে সেখানে গেছি, কম্বল নিয়ে যাইনি। তারা আমাদের কাছে কম্বল চায় আর আমাকে গালিগালাজ করে। তাই বেশী কিছু করিনি কয়েকটা চড়থাপ্পড় দিয়েছি মাত্র।
এব্যাপারে জানতে চাইলে ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, সেখানে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স তুলতে গেছে সেখানে কম্বলের কথা আসবে কেন? বাড়ির লোকজন কম্বল সহ সরকারের অন্যান্য সুযোগ সুবিধা দাবী করে। দু'পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment