স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “আশ্রয়ণ-২” -এর মুজিববর্ষে 'ক শ্রেণীর গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য নির্মিত গৃহের ৪র্থ পর্যায়ের বাঁশখালীসহ দেশে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন প্রান্ত হতে অদ্য ২২ই মার্চ উপজেলা পর্যায়ে উদ্বোধন করেন।
এদিকে বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকগণ, উপজেলায় কর্মরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বাঁশখালী উপজেলা পরিষদ সূত্র জানা যায়, ১ম পর্যায়ে ৪৭টি পরিবার, ২য় পর্যায়ে ১৪টি পরিবার, ৩য় পর্যায়ে ১৩৫টি পরিবার ও ৪র্থ পর্যায়ে ৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য উপকারভোগি পরিবারকে পুনর্বাসনের দলিলাদী হস্তান্তর করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য চলমান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এক উপকার উপকারভোগী নারী বলেন, আমার কোন নিজস্ব ঘর ছিলো না, এই ঘরটি পেয়ে আমি ও আমার পরিবার খুব হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আর্শিবাদ করি, তিনি যেনো ভালো ও সুস্থ থাকেন এবং মানুষের জন্য এই ধরণের কাজ গুলো করে যেতে পারেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, এবারের ঈদকে সামনে রেখে বাঁশখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডে নির্মিত ৪র্থ পর্যায়ের আশ্রয়ণ-২ প্রকল্পে ৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন হয়েছে, এতে তারা মাননীয় প্রধানন্ত্রীর দেওয়া উপহার নিজ গৃহেতে ঈদ উযাপন করবে। সার্বিক সহযোগিতা কারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
No comments:
Post a Comment