সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের বেলকুচিতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে লিটন প্রামানিক (২৮) নামের যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার (৩ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার চালা মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিটন প্রামানিক চালা মধ্য পাড়া গ্রামের মৃত কোরবান আলী প্রামানিকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার হোসেন । মৃতের পারিবারিক সুত্রে জানাযায়, দুপুরে মইয়ের সাহায্যে বাড়ির আঙ্গিনায় একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিল লিটন। হঠাৎ করে পা পিছলে পড়ে গেলে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমুল ইসলাম জানান, হসপিটালে নিয়ে আসার আগেই লিটন নামের ওই যুবকে মৃত্যু হয়েছে। আমরা লাশ তার পরিবারে কাছে বুঝিয়ে দিয়েছি। একুশে ডিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment