ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম):ই-একুশে মিডিয়া
কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়াড় সিএমপি কর্ণফুলী থানা ব্লকপাড় এলাকায় পূর্ব শত্রুত বাড়ির চলাচল রাস্তার জের ধরে ২৫ এপ্রিল সন্ধ্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিশংসভাবে খুন হয়েছেন মা হোসনে আরা বেগম -ছেলে পারভেজ।
একই ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের আরো দুজন সিফাত ও আরজু। ২৬ এপ্রিল বুধবার বিকেলে নিহত হোসনে আরা বেগমের বড় ছেলে ও নিহত পারভেজের বড় ভাই জাফর আহমদ বাদী ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন কর্ণফুলী থানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। থানা মামলা নং-৪৩/২০২৩ ইং। মামলায় এজাহারভূক্ত ১৫ আসামিরা হলেন- শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মহসীন (৪০), মো. মোসলেম (৩৮), মো. মুরাদ (২৮), মোহাম্মদ টিপু (২২) ও মোহাম্মদ ইমরান (২০) ও মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), মো. বাবুল মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৬), মৃত নবীর আহমদের ছেলে মো. বাবুল মিয়া (৪০) উভয়ের বাড়ি বাকলিয়া রাজাখালী সিরোজের বাড়ি, জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), জামাল আহমদ (৪৫), আনার আহমদ (৩৫) উভয়ই পিতা মৃত কামাল আহমদ, দ্বীপকালার মোড়ল এলাকার আব্দুর সবুরের ছেলে মো. সাজ্জাদ (২২), মৃত মোহাম্মদ আলীর মেয়ে খাইরুন নেছা সোমা (১৮), মো. মহসীনের স্ত্রী ডেইজী আক্তার (৩২) ও মো. মোসলেমের স্ত্রী জেবু আক্তার (২৫)।
সূত্রে জানা যায়, হত্যাকান্ডের ঘটনাস্থল থেকে তিনজন মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), আলতাজ বেগমের দুই মেয়ে ছেনোয়ারা বেগম (৩৬), খাইরুন নেছা সুমা (১৮) ও আলতাজ বেগমের মেয়ের জামাই মো. বাবুল মিয়া (৩৬)। আজ মা-ছেলের জানাজাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৬ এপ্রিল) বাদ মাগরিব। এলাকার কয়েকহাজার মুসল্লির উপস্থিতিতে এই জায়নাযা অনুষ্ঠিত হয়। সবাই খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুলাল মাহমুদ বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি দোষীদের গ্রেফতার করতে, আশাবাদী শীঘ্রই তাদের গ্রেফতার করতে সক্ষম হব উক্ত এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি সাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেন।
No comments:
Post a Comment