দিদার হোসাইন, স্টাফ রিপোর্টারঃই-একুশে মিডিয়া
নানা কল্পনা - জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ ওসমান গণীকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
১০ মে (বুধবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউপি -১ শাখা'র সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(৫) ধারা মতে গণ্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ ওসমান গণীকে প্যানেল চেয়ারম্যান-১ এবং ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলমকে প্যানেল চেয়ারম্যান-২ ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জান্নাত আরাকে প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেলটির অনুমোদন দেয়া হয়।
এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের অনুমোদন দিয়েছে,এবিষয়ে একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি।উল্লেখ্য, ৯ নং গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলীকে গত ৯ ফেব্রুয়ারি নগরীর সুগন্ধা এলাকার বাসা থেকে ডিবি পুলিশে আটক করা হয়।ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোনীত না করা ও চেয়ারম্যান লেয়াকত আলী কারাবন্দী থাকায় জন্ম,মৃত্যু সনদ,প্রত্যায়নপত্র ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন বিষয়ে নানা বিদ দুর্ভোগ পড়েছে গণ্ডামারা ইউপির সর্বস্তরের জনসাধারণ।অবশেষে প্যানেল চেয়ারম্যান অনুমোদনের খবরে স্বস্তি ফিরে পেলো গণ্ডামারা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি) কে অভিনন্দন জানান মোহাম্মদ ওসমান গণী।
No comments:
Post a Comment