কুতুবদিয়ায় দুই রিক্সা চোর জনগণের হাতে আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 11 June 2023

কুতুবদিয়ায় দুই রিক্সা চোর জনগণের হাতে আটক

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:

ই-একুশে মিডিয়া

কক্সবাজারের কুতুবদিয়ার দরবার রাস্তা মাথা এলাকায় দুই চোর কে আটক করেছে জনসাধারণ তারা হলেন- সাগর পিতা নেজাম উদ্দিন, আনিছ পিতা- আব্দু ছালাম রিকশা চালক মোস্তাফিজুর রহমান জানান- ১১ জুন মাগরিবের পর ডিংগা ভাংগা উত্তর পাশ থেকে দেলোয়ার হোছাইনের বিটেক রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাত-নাতে দুই চোর আটক করেছে জনসাধারণ আগেও পেচার পাড়ার রাশেদুল করিম দুলু, কৈয়ারবিল সেন্টার পাড়ার আবুল হোছন রাজিয়ার রিকশা ব্যাটারী চুরি হয় রিকশা চালক জমির উদ্দিন জানান- আমি কয়েকদিন আগে দরবার রাস্তা মাথা এলাকায় রিকশা রেখে মসজিদে নামাজ পড়তে যায় নামাজ পড়ে এসে দেখি আমার রিকশা নাই অনেক খুঁজাখুঁজি পর শুকলাল পাড়া এলাকায় ব্যাটারী ছাড়া রিকশাটি পাওয়া যায় দীর্ঘদিন ধরে ধূরুং এলাকায় বিভিন্ন রিকশা নিয়ে গিয়ে ব্যাটারী চোরি করে কিছু রিকশা ব্যাটারী ছাড়া বিভিন্ন স্থানে পাওয়া যায় আটককৃত দুই জনের বাড়ি শান্তি বাজার বলে জানান এসময় দক্ষিণ ধূরুং ইউপির সদস্য মোঃ ফোরকান, তোফায়েল আহমেদ, চৌকিদার কাইচার আলম ঘটনাস্থলে উপস্থিত হন চোরের বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাইলে চুরির কথা স্বীকার করে তাবে তাদের সাথে একই এলাকার আরো দুই জড়িত আছে বলেও জানান তাদেরকে কুতুবদিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages