এইচ এম শহিদ, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার মহেদায়ের দিক নির্দেশনায় আজ পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যা- মুইন্যা ব্রীজের পাঁকা রাস্তার উপর হইতে আজ ৮ জুন-(বৃহস্পতিবার) সকালে এসআই (নিঃ) সামিম উদ্দিন, এএসআই অর্পন সেন এর নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টিম তল্লাশি চালিয়ে ১৫২০পিচ গোলাপী রংয়ের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইব্রাহিম (৩১) কে হাতে নাতে আটক করেন। আটককৃত ব্যক্তির পিতা- নুর মোহাম্মদ, মাতা- রমিজা খাতুন, সাং- ঝিমংখালী, নুর মোহাম্মদের বাড়ী, ডাকঘর- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানিয়েছেন আটককৃত ব্যক্তি মোঃ ইব্রাহীম ।
পরবর্তীতে এসআই (নিঃ) সামিম উদ্দিন বাদী হইয়া এজাহার দায়ের করে পেকুয়া থানার মামলা নং-০২,তারিখ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১০(ক) রুজু করা হয়। আসামীকে যথা নিয়মে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সামিম উদ্দিন ।
No comments:
Post a Comment