চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য নিয়ে আসছে জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্যর গান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 8 June 2023

চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য নিয়ে আসছে জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্যর গান

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে অসাধারণ একটি গান রের্কডিং শেষ করেছে গানটি আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে মিউজিক ভিডিও করে তার ব্যাক্তিগত ইউটিউবে আপলোড করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে গানটি লিখেছেন চট্টগ্রামের সিনিয়র রির্পোটার নজরুল ইসলাম সুরকার করেছে বাংলাদেশ টেলিভিশনের মিউজিক ডিরেক্টর আর. কে চক্রবর্ত্তী জুয়েল গানের ভিডিও ধারণ করবেন অনিক মাল্টিমিডিয়া নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান গানটিতে কর্ণফুলী নদী চট্টগ্রাম বন্দর, ডিসিহীল, লালদীঘির ময়দান, কোর্ট বিল্ডিং, চট্টগ্রামের শিল্প কারখানা, গানটিতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক গানের ¤্রাট শেফালী ঘোষ, আব্দুল গফুর হালী, রমেশ শীল, আস্কর আলী পন্ডিতের গানের গুরুত্ব প্রকাশ করা হয়েছে গানটির সুরকার বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আর কে জুয়েল বলেন, গানটিতে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান এবং স্মৃতি সুন্দর্য্যসহ বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে গানটি শুনতে যে কারো ভালো লাগবে আমার বিশ্বাস গীতিকার সাংবাদিক নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ভালো কিছু নিয়ে গান  লেখা হচ্ছে না, গানটি সারা দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিবে আর যিনি কণ্ঠ দিয়েছে উনি চট্টগ্রামের মানুষের কাছে গানের রানী হিসেবে খ্যাত সংগীত শিল্পী গীতা আচার্য্য বলেন, শেফালী ঘোষ, গফুর হালী, সেলিম নিজামীর মৃত্যুর চট্টগ্রামে অঞ্চলে তাদের শুন্যতা কেউ পূরণ করতে পারেনি, ভালো গীতিকারের সেমানের লেখাও এখন পাওয়া যাচ্ছে না, গানটি চট্টগ্রামের প্রতিটি মানুষ শুনবে এবং সারা দেশের মানুষের কাছে চট্টগ্রামে উপস্থাপন করা হয়েছে গানটি যে কারো ভালো লাগবে আমার বিশ্বাস

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages