একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মাষ্টার হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
উপজেলা যুবলীগ নেতা হামিদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ঝন্টু কুমার দাশ, অধ্যাপক বাবলা কুমার, বাঁশখালী পৌর কাউন্সিল প্রনব কুৃমার দাশ, স্বাপন দাশ, মাস্টার সাইফু উদ্দীন, যুবলীগ নেতা হারুনুর রশিদ, ছৈয়দুল আলম, শওকত হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দানু, এনাম, সংকর, মনছুর, ইলিয়াস, মোরশেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রালীগের নেতৃত্ববৃন্দ।
শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ২০০৭ সালের আজকের দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পরে জামিনে মুক্তি পান শেখ হাসিনা।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
খুব ভোরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘেরাও করেন। তাঁকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটে দাঁড়িয়ে তিনি প্রায় ৩৬ মিনিট বক্তব্য দেন এবং তাঁর বিরুদ্ধ ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
No comments:
Post a Comment