বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সাড়ে ১১ টায় কাথারিয়া বাজারস্থ এই অবস্থান কর্মসূচি পালন হয়। কাথারিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান চৌধুরী।
এডভোকেট মোঃ মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেযার আহমদ,সাদুর রশিদ সিকদার, ওসমান গণি চৌধুরী, কাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রোকন উদ্দিন চৌধুরী কামাল, ইউপি সদস্য জাফর, নুরু নবী, সহ সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment