ঝিনাইদহে আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 25 August 2024

ঝিনাইদহে আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

 

ঝিনাইদহ জেলা বিএনপি সভঅপতি এ্যাড এম মজিদের বাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় ঘটনায় লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার বিএনপি সভাপতির ভাতিজা রিপন বিশ্বস বাদী হয়ে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম মজিদের কলাবাগান পাড়ার ঢুকে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা প্রাইভেঠ কার, মটরসাইকেল বাসার মুল্যবান আসবাবপত্র ভস্মিভুত হয়। এই মামলায় ঝিনাইদহ- আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ- আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, ওয়াল্টন জাহাঙ্গীর শ্রমিকলীগ নেতা আক্কাচ আলীসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে ৭০০/৮০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাংচুর অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য এর আগে গত ১৯ আগষ্ট ঝিনাইদহ জেলঅ বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ ্যাব রোববার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন (৩৫), পৈলানপুর গ্রামের আজাদ মোল্যা (৪০), নারায়ণপুর গ্রামের স্বপন মোল্যা (৪২), চুয়াডাঙ্গা গ্রামের মোঃ সাজিদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages