বোমার বিস্ফারণ ঘটিয়ে দোকান ভাংচুর ও লুটপাট আদালতের জিপিসহ ৩১জনকে আসামী মামলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 30 August 2024

বোমার বিস্ফারণ ঘটিয়ে দোকান ভাংচুর ও লুটপাট আদালতের জিপিসহ ৩১জনকে আসামী মামলা

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের জিপি বিকাশ কুমার ঘোষকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নং ৩৩। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরন ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাংচুর লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি কম্পিউটার ভাংচুর করে।

সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ওষুধ আসাবাবপত্র লুপপাট করে যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা। মামলায় ঝিনাইদহ- আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর লুটপাট করে বলে দাবী করা হয়।  ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages