পেলুবাবু- শেখ মরর্জা- বজেন্দ্র স্মৃতি প্রীতি ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমী জয়ী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 7 September 2024

পেলুবাবু- শেখ মরর্জা- বজেন্দ্র স্মৃতি প্রীতি ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমী জয়ী

একুশে মিডিয়া, ক্রীড়া প্রতিবেদক:

বাঁশখালী উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক সুশী চদ্র রায় (পেলুবাবু), শেখ মরর্জা আলী চৌধুরী এবং মাষ্টার বজেন্দ্র ভট্টাচার্য স্মরণে বাঁশখালী ক্রিকেটে একাডেমির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৫৩ রানে জয়ী।

চট্টগ্রাম সি.এস. স্পোর্টস ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠান,বাঁশখালীর হয়ে আশরাফুল ইসলাম তানভীর ৬২, জুনিয়র নযন ৪১, সুমন দাশ ২৬, সানি ৪১,সাইফুল ১৬, সোহানের ২৬ রানের সুবাদে নির্ধারিত ৩০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেন। সি.এস স্পোর্টস ক্রিকেট একাডেমির হয়ে তানজিম টি অনিক টি, রাব্বি, রাকিব,আবদুল্লাহ,আবির,সম্রাট টি করে উইকেট লাভ করে।

জবাবে সি.এস. স্পোর্টস ক্রিকেট একাডেমি ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারণ ৩০ ওভার সব কয়টি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ওমর ৮৫, সম্রাট ৩৬, মনির ৩৬ রান করেন।

বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সোহান ৩টি,সাইফুল তুহিন ২টি,আশরাফুল, নয়ন,আকবর, সাইদুল ১টি করে উইকেট লাভ করেন।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সোহান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages