বাঁশখালীতে পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 24 September 2024

বাঁশখালীতে পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

মুহাম্মদ দিদার হোসাইন:

সনাতনী ধর্মাবলম্বীদের পূজনীয় ধর্মীয় বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী পুজা উদযাপন কমিটির সভাপতি পৌরসভা নং ওয়ার্ড কাউন্সিলর প্রণব কুমার দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাঈল হোসেন, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক মাওলানা মহিউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য প্রচার সম্পাদক অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার,

পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ।

বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ডা. আশীষ কুমার, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সনাতনী ধর্মাবলম্বীদের পূজনীয় ধর্মীয় বড় অনুষ্ঠান দুর্গোৎসবকে নির্বিঘ্নে সুন্দর ভাবে উদযাপনে সার্বিক সহযোগিতার লক্ষ্যে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাঁশখালী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা বাঁশখালী পূজা উদযাপন কমিটিসহ সনাতনী নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages